পোপ ফ্রান্সিসের মৃত্যুতে স্থগিত ইতালিয়ান লিগ
২৩ এপ্রিল ২০২৫ ১০:২৯
গত ২১ এপ্রিল মারা গেছেন খ্রিস্টান ধর্মালম্বীদের সর্বোচ্চ গুরু পোপ ফ্রান্সিস। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্বজুড়ে। পোপ ফ্রান্সিসের এমন চলে যাওয়ায় শোক নেমে এসেছে ফুটবল জগতেও। পোপের শেষ যাত্রাকে সামনে রেখে স্থগিত করা হয়েছে ইতালিয়ান ফুটবলের লিগের আগামী সপ্তাহের সব ম্যাচ।
পোপের মৃত্যুর সংবাদে পুরো পৃথিবীর মতো ইতালিয়ান ফুটবলেও নেমে এসেছে শোকের ছায়া। পোপের আকস্মিক এই চলে যাওয়ায় গত সোমবার স্থগিত করা হয়েছিল সিরি আর ৪টি ম্যাচ। সোমবারের ম্যাচগুলো আয়োজন করা হবে বুধবার ও বৃহস্পতিবার।
আগামী ২৬ এপ্রিল ইতালির রোমে অনুষ্ঠিত হবে পোপের শেষকৃত্য। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থগিত করা হয়েছে সেদিনের ম্যাচগুলোও। সেদিন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৩টি ম্যাচ, সবগুলো আয়োজন করা হবে পরের সপ্তাহে।
শুধুমাত্র ইন্টার মিলান ও রোমার ম্যাচ স্থগিত না রাখার সিদ্ধান্ত নিয়েছে সিরি আ কর্তৃপক্ষ। কারণ আগামী সপ্তাহেই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে লড়বে ইন্টার। সেমির দুই লেগের মাঝে অন্য কোনো বাড়তি ম্যাচের হ্যাপা যেন পোহাতে না হয় ইন্টারকে, এজন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সারাবাংলা/এফএম