কাশ্মীরে জঙ্গি হামলা: মোদিকে ট্রাম্পের ফোন
২৩ এপ্রিল ২০২৫ ১১:৪১ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৫:১৭
জম্মু ও কাশ্মীরের পাহেলগামে জঙ্গি হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে পাশে থাকার আশ্বাস জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবারের (২৩ এপ্রিল) এই ফোনালাপে ট্রাম্প হামলার তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য ভারতের প্রতি পূর্ণ সমর্থন জানান।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানান, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিরীহ প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এই বর্বর হামলার কঠোর নিন্দা করেছেন এবং অপরাধীদের বিচারে ভারতের পাশে থাকার কথা জানিয়েছেন। ভারত ও আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়ছে।’
সরকারি সূত্র জানায়, প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পের ফোনকল ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘ভারত এই কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার নেপথ্যে থাকা অপরাধীদের বিচারের মুখোমুখি আনতে দৃঢ়প্রতিজ্ঞ।’
ট্রাম্প পরে ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, ‘কাশ্মীর থেকে আসা খবরে আমরা গভীরভাবে মর্মাহত। যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে রয়েছে। নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। প্রধানমন্ত্রী মোদী ও ভারতের জনগণের প্রতি আমাদের সমবেদনা ও পূর্ণ সমর্থন রইল।’
উল্লেখ্য, মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে জম্মু ও কাশ্মীরের পাহেলগামের বাইসারান এলাকায় পর্যটকদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, যাদের মধ্যে দুইজন বিদেশিও রয়েছেন।
সারাবাংলা/এনজে