Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই আন্দোলনে হামলার অভিযোগে বেরোবি শিক্ষার্থী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১১:২২

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী উজ্জ্বল মিয়াকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

এর আগে, মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ চত্বর থেকে তাকে আটকের পর পুলিশে দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মীরা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আল আমিনের দাবি, উজ্জ্বল মিয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী। গতকাল রাতে শহিদ আবু সাঈদ চত্বরে উজ্জ্বল আড্ডা দিচ্ছিলেন। এ সময় ছাত্রদলের কর্মীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস বলেন, গত বছরের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালযয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে উজ্জ্বল সরাসরি জড়িত ছিল উজ্জ্বল। আবু সাঈদ হত্যাকাণ্ড ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ৭২ শিক্ষার্থীর বিরুদ্ধে একাডেমিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল, উজ্জ্বল তাদেরই একজন। তাকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছিল।

ফেরদৌস রহমান জানান, ছাত্ররা উজ্জ্বলকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিলে প্রক্টর ফেরদৌস রহমান ও ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামাণিক তাকে নিয়ে তাজহাট থানায় যান। ‘মব জাস্টিস’ যাতে না হয়, সে জন্য তাকে রাতেই থানা হেফাজতে দেওয়া হয়েছে।

তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম সরদার বলেন, উজ্জ্বল ১৬ জুলাই আবু সাঈদ হত্যাকাণ্ডের দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত—এমন ছবি আছে।

বিজ্ঞাপন

জুলাই ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কারমাইকেল কলেজের শিক্ষার্থী পাপলু মিয়া একটি মামলা করেছিলেন। ওই মামলায় উজ্জ্বলকে গ্রেফতার দেখানো হয়েছে।

সারাবাংলা/ইআ

জুলাই আন্দোলন বেরোবি শিক্ষার্থী শিক্ষার্থী গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর