Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১১:৫৬ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৪:০৯

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বুড়িচংয়ের মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বুড়িচংয়ের মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সদর রসুলপুর স্টেশন ইনচার্জ প্রসেনজিৎ চক্রবর্তী ও কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে এই তিন যুবককে ঢাকামুখী রেলসড়কে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ আসে।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। লাশগুলো উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম রেললাইনের চট্টগ্রামগামী ডাউন লাইনে অজ্ঞাতপরিচয় তিন যুবক ভোররাতে ট্রেনে কাটা পড়ে মারা যান। তাদের পরিচয় সকাল পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়াও তারা ঠিক কোন ট্রেনের নিচে কাটা পড়ে, সেটাও এখনো নির্ধারণ করা যায়নি।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সারাবাংলা/ইআ

কুমিল্লা ট্রেনে কাটা পড়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর