Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় স্কুলে আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫ ১২:২৮ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৪:০৯

ছবি: সংগৃহীত

গাজার একটি স্কুল-আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, বুধবার (২৩ এপ্রিল) ভোরে ধ্বংসস্তূপ থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এই স্কুলটিতে ঘরছাড়া অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছিলেন। হামলার পর সেখানে আগুন ছড়িয়ে পড়ে। সিভিল ডিফেন্স জানিয়েছে, হামলায় বহু মানুষ আহত হয়েছেন। হামলার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, তাবুগুলো দাউ দাউ করে জ্বলছে।

বিজ্ঞাপন

সিভিল ডিফেন্স আরও জানায়, গাজা সিটির তুফ্ফাহ এলাকায় দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে তারা আন্তর্জাতিক রেড ক্রস কমিটির জরুরি সহায়তা চেয়েছে। কিন্তু ইসরায়েলি বাহিনী অঞ্চলটিকে ‘নো-গো জোন’ ঘোষণা করায় উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছে না।

এছাড়াও বুধবার (২৩ এপ্রিল) সকালে গাজার উত্তরের জাবালিয়া শরণার্থী শিবিরে তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষদের ওপর ইসরায়েলি হামলায় আরও একজন শিশুসহ দুইজন নিহত হয়েছে বলে আল জাজিরা গণমাধ্যম সূত্রে জানা গেছে।

গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের আল-মাওয়াসি ‘নিরাপদ অঞ্চল’-এও ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

সারাবাংলা/এনজে

ইসরায়েলি হামলা গাঁজা নিহত শিশু স্কুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর