Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেড়াতে এসে ভারতীয় নাগরিকের কিশোরীকে বিয়ের চেষ্টা, ভেস্তে দিল প্রশাসন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১২:২১ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৪:০৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ভারতীয় নাগরিকের সঙ্গে কিশোরীর বিয়ের আয়োজন ভেস্তে দিয়েছে স্থানীয় প্রশাসন। বিয়ের আয়োজককে জরিমানার পাশাপাশি ভারতীয় নাগরিক বরকে আইন লঙ্ঘিত হয়, এমন কর্মকাণ্ড থেকে বিরত থেকে বাংলাদেশ ছাড়তে বলা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

বিজ্ঞাপন

জানা গেছে, বর নাম সুশান্ত নাথ (২৯) বিয়ে করতে ভ্রমণ ভিসায় বৈধভাবে বাংলাদেশে আসেন গত ১৪ এপ্রিল। তিনি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরের বাসিন্দা।

তার খালা দীপালি নাথ নিজের বাড়িতে প্রতিবেশি লক্ষণ চন্দ্র নাথের ১৫ বছর বয়সী মেয়ের সঙ্গে সুশান্তের বিয়ের আয়োজন করেছিলেন।

স্থানীয়রা জানান, বিয়ের মূল আনুষ্ঠানিকতার মধ্যেই মালাবদলের ঠিক আগমুহুর্তে পুলিশ নিয়ে ওই বাড়িতে হাজির হন ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন সারাবাংলাকে বলেন, ‘কনের বয়স ১৫ বছর। নবম শ্রেণির ছাত্রী। তার বিয়ের আয়োজন করায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭–এর ৮ ধারা অনুযায়ী দীপালি রানী নাথকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৮ বছর পূর্ণ হওয়ার আগে ওই কিশোরীকে বিয়ে দিতে অভিভাবকদের নিষেধ করা হয়েছে।’

বর সুশান্ত নাথ স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, কনে অপ্রাপ্তবয়স্ক এটা তিনি জানতেন না। বিষয়টি নিয়ে তিনি অনুতপ্ত।

সারাবাংলা/আরডি/ইআ

কিশোরীকে বিয়ের চেষ্টা ভারতীয় নাগরিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর