Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশি নারী খেলোয়াড়রা কাতারে ব্যস্ত দিন কাটাচ্ছেন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১২:৩৪ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৪:০৯

প্রধান উপদেষ্টার সঙ্গে যোগ দিয়েছিলেন কাতারের রাজকুমারী এবং চার বাংলাদেশি নারী খেলোয়াড়।

ঢাকা: কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার (২২ এপ্রিল ) একটি ব্যস্ত দিন কাটালেন চার বাংলাদেশি নারী ফুটবলার এবং ক্রিকেটার। বুধবার (২৩ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে যোগ দিয়েছিলেন চার নারী খেলোয়াড়। এরা হলেন- ফুটবলার আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে চার খেলোয়াড়ের পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা, সেখানে তারা তাদের অর্জন এবং বাংলাদেশের নারী ক্রীড়ার পটভূমি তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কাতার ফাউন্ডেশনের কর্মকর্তারা আগে চার খেলোয়াড়কে স্বাগত জানান। শীর্ষ সম্মেলনের সময় কাতার ফাউন্ডেশনের কর্মকর্তারা চার খেলোয়াড়ের সাক্ষাৎকার নেন। খেলোয়াড়রা পরে কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আর্থনা শীর্ষ সম্মেলনের আয়োজক শেখ হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গে দেখা করেন।

এ সময় প্রধান উপদেষ্টা তাদের পাশে ছিলেন। ফুটবলার এবং ক্রিকেটাররা বাংলাদেশে নারী ক্রীড়াবিদ হিসেবে তাদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলো ভাগ করে নেন।

কাতারের আমিরের বোন এবং শীর্ষস্থানীয় সাবেক কাতারি ক্রীড়াবিদ শেখ হিন্দ বিনতে হামাদ আল থানি, বাংলাদেশি খেলোয়াড়দের কথা মনোযোগ সহকারে শুনেছিলেন এবং বাংলাদেশি নারী ক্রীড়াবিদদের জন্য একটি বিশেষ ডরমিটরি, জিমনেসিয়াম এবং অনুশীলনের সুযোগ-সুবিধা তৈরিতে আগ্রহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

ফুটবলার আফিদা খন্দকার বলেন, ‘আমরা আজ কাতারি রাজকুমারীর সঙ্গে আমাদের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিলাম। এটি আমাদের জন্য একটি আশ্চর্যজনক অভিজ্ঞতা। আমাদের এখানে নিয়ে আসার জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে সত্যিই কৃতজ্ঞ।’

প্রধান উপদেষ্টা ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সঙ্গে খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেন। ইদ্রিস এলবা বিশেষ অতিথি হিসেবে এই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন।

ঐতিহাসিকভাবে প্রথমবারের মতো চার জাতীয় নারী ফুটবলার এবং ক্রিকেটার কাতার সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রয়েছেন। কাতার ফাউন্ডেশন এই নারী খেলোয়াড়দের কাতারে প্রধান উপদেষ্টার সঙ্গে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে।

প্রধান উপদেষ্টা এখন আর্থনা শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য চার দিনের কাতার সফরে রয়েছেন।

সারাবাংলা/জিএস/এসডব্লিউ

কাতারে সাক্ষাৎ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নারী খেলোয়াড়