Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোপা ডেল রের ফাইনালে কাকে এগিয়ে রাখছেন ফ্লিক?

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫ ১৩:১০

হ্যান্সি ফ্লিক

কোপা ডেল রের ফাইনালে ফুটবল বিশ্ব দেখবে আরেকটি এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার এই লড়াইয়ে কে শেষ হাসি হাসবে, এ নিয়েই চলছে জল্পনা কল্পনা। লা লিগার ম্যাচে মায়োর্কাকে হারানোর পর বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলছেন, কোপা ডেল রের ফাইনালে বার্সা কিংস রিয়াল কেউই এগিয়ে থাকবে না।

এই মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছে বার্সেলোনা। লা লিগায় এই মুহূর্তে রিয়ালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে আছেন তারা। চ্যাম্পিয়নস লিগেও কাতালানরা পৌঁছে গেছে সেমিফাইনালে। কোপা ডেল রের ফাইনালে আগামী ২৬ এপ্রিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মুখোমুখি হবে ফ্লিকের দল। ফ্লিকের সামনে তাই হাতছানি দিচ্ছে ‘ট্রেবল’।

বিজ্ঞাপন

ফাইনালের আগে তিন দিনের বিশ্রাম পাচ্ছে বার্সা। তবে রবার্ট লেভানডস্কির ইনজুরি কিছুটা চিন্তার ভাজ ফেলেছে ফ্লিকের কপালে। এছাড়া অতিরিক্ত ক্লান্তিও বার্সার জন্য মাথাব্যথার কারণ হতে পারে। আর এতেই কিছুটা এগিয়ে থেকে খেলতে নামতে পারে রিয়াল, ধারণা করছেন অনেকেই।

ফ্লিক অবশ্য ফাইনালের আগে কাউকেই এগিয়ে রাখছেন না, ‘বার্সা এগিয়ে থাকতেও পারে, নাও থাকতে পারে। ফাইনালে আসলে কাউকেই এগিয়ে রাখার উপায় নেই। রিয়াল মাদ্রিদ দারুণ একটা দল। আমরা অন্য টুর্নামেন্টে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছি। এবারও দারুণ একটা ম্যাচের অপেক্ষায় আছি।’

গুঞ্জন উঠেছে, কোপা ডেল রের ফাইনালের পরেই রিয়ালকে বিদায় বলবেন কোচ কার্লো আনচেলত্তি। এই ব্যাপারে কিছু না বললেও ফ্লিক বলছেন, আনচেলত্তির বিপক্ষে ডাগআউটের লড়াইয়ে মুখিয়ে আছেন তিনি, ‘আনচেলত্তি পৃথিবীর সেরা কোচদের একজন। তাকে আমি অনেক সম্মান করি। তার বিপক্ষে ডাগআউটে দাঁড়ানোর অপেক্ষায় আছি।’

বিজ্ঞাপন

আগামী ২৬ এপ্রিল বাংলাদেশ সময় রাত ২টায় এস্টাদিও লা কার্তুজায় কোপা ডেল রের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা

সারাবাংলা/এফএম

কোপা ডেল রে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ হ্যান্সি ফ্লিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর