গণঅভ্যুত্থানের মামলা: আসামি গ্রেফতারে পূর্বানুমতি স্থগিত করেছে হাইকোর্ট
স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৩:০৩ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৫:০৯
২৩ এপ্রিল ২০২৫ ১৩:০৩ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৫:০৯
ঢাকা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ঘিরে হওয়া মামলায় আসামিদের গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে মর্মে ডিএমপির অফিস আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
বুধবার (২৩ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, ১০ এপ্রিল জুলাই-আগস্টের ঘটনায় করা মামলায় আসামি গ্রেফতারের আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে জানিয়ে একটি অফিস আদেশ জারি করে ডিএমপি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার ফারুক হোসেনের সই করা এ আদেশ জারি করা হয়। পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন।
সারাবাংলা/আরএম/এসডব্লিউ