শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
২৩ এপ্রিল ২০২৫ ১৩:১৭ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৪:২২
ঢাকা: গায়িকা-নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সৎ মা নিশি ইসলামের করা মামলায় এ আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর ১ম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
আদালত সূত্র জানা যায়, বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ও সৎ মা নিশি ইসলামকে শারীরিক নির্যাতনের অভিযোগে শাওনসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদও রয়েছেন।
এ মামলায় আদালতে হাজির হয়ে অভিযোগ স্বীকার করেন বাড্ডা থানার দুই পুলিশ সদস্য। তারা জানান, বাড্ডা থানার তৎকালীন ওসির নির্দেশে নিশি ইসলামকে আটক ও নির্যাতনে অংশ নেন তারা। তবে এদিন শাওনসহ বাকি আসামিরা হাজির হননি। তাই তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের শুরুতে বিয়ের জন্য ম্যারেজ মিডিয়ায় বিজ্ঞাপন দেন শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী। সেই সূত্রে পরিচয়ে নিশি ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিষয়টি জানার পর বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান শাওন। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে ভাই-বোনের সহায়তায় নিশিকে ছয় মাসের জন্য জেলে পাঠান তিনি।
সারাবাংলা/আরএম/এমপি