মূল ক্যাম্পাসে ফেরানোর সিদ্ধান্ত চূড়ান্ত, অনশন ভাঙলেন চবি চারুকলার শিক্ষার্থীরা
২৩ এপ্রিল ২০২৫ ১৩:৩৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফেরানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে পাস হওয়ার পর অনশন প্রত্যাহার করেছেন ৯ শিক্ষার্থী।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬১তম জরুরি সিন্ডিকেট সভায় চারুকলাকে ক্যাম্পাসে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তের পর রাত ৩টার দিকে অনশন প্রত্যাহার করে শিক্ষার্থীরা।
মঙ্গলবার রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের মাঝে সিদ্ধান্তটি জানিয়েছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।
শামীম উদ্দিন খান বলেন, গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত চারুকলার গভর্নিং বডির সভা ও ১২ মার্চ অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের ২৪৭তম সভার ৭ নম্বর সিদ্ধান্তের প্রেক্ষিতে, চট্টগ্রাম শহরস্থ চারুকলা ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম চবির মূল ক্যাম্পাসে স্থানান্তর করা হোক। চারুকলার বর্তমান স্থাপনাসহ আর্টগ্যালারি, চারুকলা প্রদর্শনী ও ছাত্রাবাস কাজে ব্যবহার করা হোক। ড্রয়িং ও প্রিন্টিং, ফিল্ম ম্যাকিং, সিরামিক্স এবং স্কাল্পচার নিয়ে চারুকলা অনুষদ চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে জানতে চাইলে চারুকলা ইন্সটিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খন্দকার মাসরুল আল ফাহিম সারাবাংলাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন চারুকলা ইন্সটিটিউট মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছে। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা অনশন বাতিল করেছি।’
প্রসঙ্গত, এর আগে চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবিতে সোমবার (২১ এপ্রিল) বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশনে বসেন ৯ শিক্ষার্থী।
সারাবাংলা/এমআর/ইআ