Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএল ২০২৫
ম্যাচ ফিক্সিং করেছে রাজস্থান?

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫ ১৪:১৭

রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ

আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ নতুন নয়। অতীতে এই অভিযোগে নিষিদ্ধ পর্যন্ত হয়েছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। এবারের আসরে মাঝপথে এসে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও উঠল গুরুতর অভিযোগ। রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা বলছেন, টানা দুটি ম্যাচে ফিক্সিং করেছে রাজস্থান!

গত ১৬ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে রোমাঞ্চকর এক ম্যাচে সুপার ওভারে গিয়ে হেরে যায় রাজস্থান। ১৯ এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ২ রানে হার মানে তারা। দুই ম্যাচেই এক পর্যায়ে জয়ের কাছাকাছি চলে গিয়েছিল রাজস্থান। তবে শেষ পর্যন্ত দুটিতেই হারতে হয়েছে তাদের।

বিজ্ঞাপন

রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (আরসিএ) অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি তুলেছেন ফিক্সিংয়ের এই অভিযোগ। বিহানি জানিয়েছেন, দিল্লি ও লক্ষ্ণৌর বিপক্ষে ম্যাচে ফিক্সিং করেছে রাজস্থান। সংবাদমাধ্যমে এমন তথ্য জানিয়ে বিহানির বক্তব্য বিতর্কের জন্ম দিয়েছে।

বিহানির এমন অভিযোগের জবাবে অবশ্য রাজস্থান কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, তারা কোনোভাবেই ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত নন। উলটো তারা জানিয়েছে, এই মৌসুমে অন্য যেকোনো বারের চেয়ে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনকে কম টিকিট দেওয়া হয়েছে। গেল বছরগুলোতে ম্যাচ প্রতি ১৮০০ টিকিট পেলেও এবার তারা পাচ্ছে ১ হাজার থেকে ১২০০ টিকিট। ধারণা করা হচ্ছে, টিকিট কম পাওয়ার ক্ষোভ থেকে রাজস্থানের বিপক্ষে এমন অভিযোগ এনেছেন বিহানি।

রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের আনা এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে বিসিসিআইও। তারাও জানিয়েছে, আরসিএ আর আগের অবস্থায় নেই। ভঙ্গুর অ্যাসোসিয়েশনের দুর্বলতা ঢাকতেই চলমান আইপিএলে ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগ আনছেন তারা, বিসিসিআই বলছে এমনটাই।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

আইপিএল ২০২৫ ম্যাচ ফিক্সিং রাজস্থান রয়্যালস

বিজ্ঞাপন

কুয়েটের হল খুলছে আজ
২৩ এপ্রিল ২০২৫ ১৬:১৯

আরো

সম্পর্কিত খবর