Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিমান্ডে পলক-আতিক, নতুন মামলায় গ্রেফতার ১০

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৪:৪৩ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৬:৩৭

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থান ঘিরে রাজধানীর বিভিন্ন থানায় হওয়া হত্যা-হত্যাচেষ্টা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে দুদিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া নতুন করে ১০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালত এ আদেশ দেন। এ দিন ভাটারা থানার মনির হত্যা মামলায় আতিকুল ইসলাম ও বাড্ডা থানার আরেক হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলকের রিমান্ড মঞ্জুর করা হয়।

বিজ্ঞাপন

সকালে আসামিদের আদালতে আনে পুলিশ। এরপর তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিতে আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা। তবে রিমান্ড বাতিল চান আসামিপক্ষের আইনজীবীরা। পরে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আদালত আসামিদের রিমান্ড দেন।

এছাড়া যাত্রাবাড়ী, উত্তরা পশ্চিম, কোতোয়ালি, ভাটারা থানার বিভিন্ন মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহমেদ পলক, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, সাবেক মেয়র আতিকুল ইসলাম, ব্যারিস্টার তুরিন আফরোজ, ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত, সাবেক ওসি আবুল হাসান ও সাবেক এএসপি তানজিল আহম্মেদকে গ্রেফতার দেখান আদালত।

সারাবাংলা/আরএম/এমপি

গ্রেফতার জুনাইদ আহমেদ পলক রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর