Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৪:৪৬

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ভোলাবাসীরা। ছবি: সারাবাংলা

ঢাকা: দ্বীপজেলা ভোলায় একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ, ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়ন এবং ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদানের দাবি জানিয়ে রাজধানীতে মানববন্ধন করেছেন জেলাটির বাসিন্দারা।

বুধবার (২৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরাম’ আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানান বক্তারা ।

মানববন্ধনে ভোলাবাসীরা বলেন, ভোলা বাংলাদেশের বহু প্রাচীন একটি ঐতিহ্যবাহী দ্বীপ। যেখানে রয়েছে প্রায় ৩০ লাখ মানুষের বসবাস। কিন্তু সবক্ষেত্রেই বৈষম্যের শিকার হয়ে আসছে এই জেলার মানুষ। শিক্ষা, স্বাস্থ্য, আবাসনসহ সব ক্ষেত্রেই পিছিয়ে আছে দ্বীপ জেলা ভোলার মানুষ। এই ভোলা জেলায় রয়েছে প্রাকৃতিক সম্পদ গ্যাস। অথচ সেই গ্যাস ভোলাবাসীই পায় না। তাই অবিলম্বে ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দিয়ে তারপর দেশের অন্যান্য স্থানে সংযোগ দিতে হবে।

দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের আহ্বায়ক নুর মোর্শেদ বলেন, ‘ভোলাতে রয়েছে কৃষি উৎপাদনের অপার সম্ভাবনা। অথচ এই জেলার সঙ্গে দেশের মূল ভূখণ্ডের স্থলপথে যোগাযোগের কোন ব্যবস্থা নেই। যেদিকেই যেতে হয় নদী পার হতে হয়, নির্ভর করতে হয় ফেরি অথবা অন্যান্য নৌযানের ওপর। এতে করে কোনো দুর্ঘটনা ঘটলে বা অসুস্থ রোগীকে উন্নত চিকিৎসা দিতে নেওয়া হয় বরিশাল অথবা ঢাকায়। নদীপথে যেই সময় লাগে সেই সময়ের মধ্যে পথেই অনেকে প্রাণ হারান। তাই অবিলম্বে ভোলা বাসীর স্বপ্ন ও বহুল আলোচিত ভোলা-বরিশাল সংযোগ সেতু দ্রুত বাস্তবায়ন করতে হবে।

সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা বলেন, ‘ভোলাতে ৭টি উপজেলা, ৫টি পৌরসভা ও ১০টি থানা। অথচ এত বড় একটি জেলার মানুষগুলো উন্নত সেবা পাওয়ার মতো তেমন কোনো সুব্যবস্থা নেই। ভোলাবাসীকে উন্নত স্বাস্থ্য সেবা দিতে আমরা মনে করি অবিলম্বে ভোলাতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করতে হবে। এতে করে ভোলার লাখ লাখ মানুষ সুচিকিৎসা পাবে। তাদের জীবনমান উন্নয়নের কথা বিবেচনা করে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি যেন একটি হাসপাতাল ভোলাতে নির্মাণ করা হয়।’

বিজ্ঞাপন

যুগ্ম আহবায়ক আক্কাস আলী বলেন, ‘ভোলা জেলায় শুধুমাত্র ভোলার মানুষই নয় নোয়াখালী লক্ষ্মীপুর এবং বরিশালের বিভিন্ন জেলার মানুষ এসে মাছ শিকার করে থাকেন। বেশিরভাগ সময় তারা ভোলাতেই বসবাস করেন এতে করে তাদেরও উপকার হবে, পাশাপাশি সারা দেশের সঙ্গে ভোলা জেলার মানুষের যে বৈষম্য রয়েছে সেই বৈষম্যের কিছুটা হলেও অবসান ঘটবে।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সৈয়দ সেলিম রেজা, মাকসুদুর রহমান এবং মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

প্রেসক্লাবে মানববন্ধন ভোলায় পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের দাবি