Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনে শ্রমিকবাহী বাসে রুশ হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫ ১৪:৫১

ছবি: সংগৃহীত

ইউক্রেনের দক্ষিণ-মধ্যাঞ্চলের মারহানেটস শহরে শ্রমিক পরিবহনকারী একটি বাসে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে ৯ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকালে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা লন্ডনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সময়েই এ হামলা চালানো হয়েছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে। এরপর থেকে সব পক্ষের শত-সহস্র মানুষ নিহত ও আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে ইস্টার সানডে উপলক্ষে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। ইউক্রেনও একই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিল। তবে উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর