Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে কিশোরী ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৪:৫৩

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: ১৬ বছর বয়সী কিশোরী ধর্ষণের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ আদেশ দেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন।

দণ্ডিত খোকন উদ্দিন (২৩) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের নতুন আদর্শ গ্রাম এলাকার বাসিন্দা।

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, আসামি খোকন উদ্দিনের প্রতিবেশী ছিলেন ওই কিশোরী। ২০২৩ সালের ৯ মে ওই কিশোরীকে খোকন তার মা ডাকছে জানিয়ে বাড়িতে নিয়ে যান। কিন্তু বাড়িতে গিয়ে কাউকে দেখতে না পেয়ে ওই কিশোরী সেখান থেকে চলে আসতে চাইলে খোকন তাকে বাধা দেন। এরপর ওই কিশোরীকে ধর্ষণ করেন খোকন।

বিজ্ঞাপন

এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে ভূজপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় খোকনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র জমা দিলে আদালত ২০২৪ সালের ৪ জানুয়ারি আসামি খোকনের বিরুদ্ধে চার্জ গঠন করেন।

আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন সারাবাংলাকে জানান, সাত জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/আইসি/এসডব্লিউ

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর