Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে রাবি শিক্ষার্থীদের প্রতীকী অনশন

রাবি করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৪:৫৮

প্রতীকী অনশনে রাবির শিক্ষার্থীরা।

রাবি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে আমরণ প্রতীকী অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।

বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে তারা অনশন কর্মসূচি শুরু করেন। কুয়েট উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

অনশন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমম্বয়ক সালাহউদ্দিন আম্মার, আইবিএ ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. আতাউল্লাহ, গণিত বিভাগের শিক্ষার্থী নাঈম আলম ও মৌসি, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন ও আরিফুল ইসলামসহ অনেকে।

বিজ্ঞাপন

অনশনের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আম্মার বলেন, ‘কুয়েটের ভাই-বোনদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আমরা এই অনশনে বসেছি। মঙ্গলবার (২২ এপ্রিল) কুয়েটের উপাচার্য বলেছেন, অধিকাংশ শিক্ষার্থীরা তার পদত্যাগ চাচ্ছেন না। অধিকাংশ শিক্ষার্থী পদত্যাগ চাচ্ছে কিনা সেটি বুঝাতে আমরা সারাদেশের শিক্ষার্থী সমাজ একযোগে নিজ নিজ ক্যাম্পাসে অনশন কর্মসূচি পালন করছি।’

মো. আতাউল্লাহ বলেন, ‘কুয়েটের উপাচার্যের পদত্যাগের দাবিতে সকাল ১০টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা অনশন কর্মসূচি শুরু করেছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাবেন।

সারাবাংলা/এনজে

অনশন কুয়েট ভিসি পদত্যাগ রাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর