জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিষয় পছন্দক্রম পূরণের সময় বাড়ানো হয়েছে। এখনো যারা পছন্দক্রম পূরণ করতে পারেননি, তারা ২৩ ও ২৪ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।
বুধবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন সই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ, বি, সি, ডি ও ই ইউনিটে পরীক্ষার্থীদের মধ্যে মেধা তালিকায় অবস্থানকারী শিক্ষার্থীরা ২৩ এপ্রিল দুপুর ১২টা থেকে ২৪ এপ্রিল সকাল ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে বিষয় পছন্দ দিতে পারবে।
এ জন্য শিক্ষার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট [https://jnuadmission.com] (https://jnuadmission.com) -এ প্রবেশ করে নিজ নিজ প্যানেলে লগইন করতে হবে।