ঢাকা: নির্বাচনি আচরণবিধি যাচাইয়ে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৩ এপ্রিল) নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলামের দফতর থেকে জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।
অফিস আদেশে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৩টায় ‘সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটি’ বৈঠকে বসবে।
বৈঠকে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ও কমিটির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম সরকার।
জানা গেছে, ইতোমধ্যে আচরণবিধি সংশোধনে একটি খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
নির্বাচনি আচরণবিধি যাচাইয়ে ইসি’র বৈঠক বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৬:২২ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৭:৩৯
২৩ এপ্রিল ২০২৫ ১৬:২২ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৭:৩৯
সারাবাংলা/এনএল/এমপি