Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পৃথক সার্ভিস কমিশন গঠন করতে যাচ্ছে নির্বাচন কমিশন

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৫:৪৯ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৭:৩৯

নির্বাচন কমিশন (ইসি)।

ঢাকা: বাংলাদেশ ইলেকশন সার্ভিস কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ সংক্রান্ত কমিটি গঠন করেছে সংস্থাটি।

‎বুধবার (২৩ এপ্রিল) ইসির অতিরিক্ত সচিব একেএম আলী নেওয়াজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ‎তিনি বলেন, পৃথক সার্ভিস কমিশন গঠনের জন্য একটি কমিটি গঠন হয়েছে। ইতোমধ্যে সেই কমিটি কাজ শুরু করেছে।

‎নির্বাচনি সংস্কার কমিশনসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে প্রশাসনের প্রভাব কমাতে নির্বাচন কমিশনের কর্মকর্তা নিয়োগে পৃথক সার্ভিস কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে। সে সকল প্রস্তাবের আলোকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

বিজ্ঞাপন

ইসির অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত সাত সদস্যের কমিটিকে ইতোমধ্যে আইন কানুন পর্যালোচনা করে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ইসি। এক্ষেত্রে আগামী ৩০ এপ্রিল সময় দেওয়া হয়েছে কমিটিকে।

‎বর্তমানে জনবল পূরণে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি’র) সহায়তা নিয়ে থাকে। এক্ষেত্রে ইসি কর্মকর্তারা পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হতে পারলেও সচিব আসে সরকার থেকে। এ ছাড়া অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবের ফাঁকা পদগুলোও সরকার থেকে নিয়োগ দেওয়া হয়।

‎সারাবাংলা/এনএল/ইআ

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর