কুষ্টিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কারখানার শ্রমিকদের অবস্থান কর্মসূচি
২৩ এপ্রিল ২০২৫ ১৬:০৭
কুষ্টিয়া: কুষ্টিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কারখানার শ্রমিক অসন্তোষ দূরীকরণে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার নির্ধারিত সময় পার হলেও সরকারি নির্দেশনা না মানায় মৌসুমি শ্রমিকরা কর্মবিরতিসহ কারখানার প্রধান ফটকের সামনে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেছে।
বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় কুষ্টিয়া-ঝিনাইদাহ মহাসড়কের চৌড়হাস এলাকায় কারখানা ঘেরাও করে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
এ সময় মৌসুমী শ্রমিক সাব্বির আহমেদ বলেন, ইতোমধ্যে এই প্রতিষ্ঠানে যে সকল শ্রমিক কাজ করেছে তাদের জন্য শ্রম আইন ও বিধিমতে প্রদেয় সকল সুবিধা কোম্পানি নিশ্চিত করলেও এখন আর সেটা মানছে কর্তৃপক্ষ।
তিনি আরও বলেন, একটা স্বাধীন দেশের ভূ-খণ্ডে কারখানা পরিচালনা করবেন আর দেশের আইন-কানুন ও সরকারি নিয়মনীতি মানবেন না সেটা কি করে হয়?
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর কুষ্টিয়ার শ্রম পরিদর্শক মুনছুর বিল্লাল জানান, মন্ত্রনালয়ের উদ্যোগে অনুষ্ঠিত সমন্বিত সভা থেকে গৃহীত সিদ্ধান্ত মেনে শ্রমিক অসন্তোষ দূরীকরণে ব্যাটকে যে সময় বেধে দেওয়া হয়েছিল, কর্তৃপক্ষ সেটা না মানার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে অভিযোগ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ব্যাট কুষ্টিয়াস্থ কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা কথা বলেতে রাজি হননি।
সারাবাংলা/এইচআই
অবস্থান কর্মসূচি বিক্ষোভ ব্রিটিশ আমেরিকান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো শ্রমিকদের অবস্থান কর্মসূচি