Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করে দেশ পরিচালনা করবে বিএনপি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৬:১৪ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৭:৩৯

ব্যারিস্টার রুমিন ফারহানা।

রংপুর: বিএনপি কখনো কারচুপির নির্বাচন করেনি উল্লেখ করে দলটির উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করে দেশ পরিচালনা করবে বিএনপি।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বিএনপির ৩১ দফা বিষয়ক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি ১৭ বছর ধরে অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও ‍সুষ্ঠভাবে নির্বাচনের জন্য লড়াই করে আসছে মন্তব্য করে রুমিন ফারহানা বলেন– এখনো সেই লড়াই চলছে। কেননা বর্তমানে কোনো নির্বাচিত সরকার নেই। আছে অনির্বাচিত অন্তর্বর্তী সরকার। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের এ লড়াই চলবে।

তিনি বলেন, বিএনপি কখনো কারচুপির নির্বাচন করে নাই, সমর্থন করে নাই। ভবিষতেও কারচুপির নির্বাচন সমর্থন করবে না। বরং মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করে দেশ পরিচালনা করবে। দেশে নূন্যতম সুষ্ঠু ভোট হলে বিএনপি ২/৩ মেজোরিটি নিয়ে সরকার গঠন করবে। দেশ পরিচালনা করবে।

এই দেশে বিরোধীমতকে আওয়ামী লীগ সবসময় দমন নিপীড়ন করেছে উল্লেখ করে বলেন, কাউকে কথা বলতে দেয়নি। নিজের গ্রামে, বাড়িতে থাকতে দেয়নি। হামলা মামলা দিয়ে জীবনকে অতিষ্ঠ করে তুলছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এমন অবস্থা করেছিল, যার কারণে তারেক জিয়া দেশে আসতে পারে নাই। শুধু তাই নয়, ৭৬ বছর বয়সে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছিল। ১৭ বছরের আন্দোলন সংগ্রামের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে।

বিএনপির এই নেত্রী বলেন, বাংলাদেশ নামের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপোষহীন নেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নাম ওতোপ্রোতোভাবে জড়িত। এ জন্য জিয়া পরিবার দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাই জিয়া পরিবার ভালো থাকলে দেশ ও দেশের মানুষ ভালো থাকে।

বিজ্ঞাপন

রংপুর বিভাগীয় বিএনপির ৩১-দফা কর্মশালার বিএনপির কেন্দ্রীয় নেতারা ও স্থানীয় এবং বিভাগীয় নেতারা অংশ নেন।

সারাবাংলা/ইআ

বিএনপি রুমিন ফারহানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর