Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র-জনতার ওপর গুলি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শিহাব গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৬:২০

শিহাব শেখ

রাজবাড়ী: রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিহাব শেখ (২৪) নামের নিষিদ্ধ সংগঠন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার(২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান। এর আগে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বারলাহুরিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার শিহাব শেখ সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বারলাহুরিয়া গ্রামের নাসির শেখের ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্র সংগঠন সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট গোয়ালন্দমোড়ে অবস্থান করে শান্তিপূর্ণভাবে স্লোগান দিচ্ছিলেন শিক্ষার্থীরা। ওই সময় মামলার এজাহার নামীয় আসামিরাসহ অজ্ঞাতনামা ৯০-৯৫ জন আসামিরা দেশীয় লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের সরে যেতে বলে। তারা সেখান থেকে না সড়লে আসামিরা তাদের ওপর বাঁশের লাঠিসোঁটা ও বাটাম দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি মারপিট করে। ওই সময় কয়েকজন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়। এ ছাড়াও আসামিরা হত্যার উদ্দেশ্যে শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়লে কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়।

পরে গত ২ সেপ্টেম্বর শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ঘটনায় গুলিবর্ষণ ও বিস্ফোরক আইনের মামলায় শিহাব শেখকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

গ্রেফতার ছাত্র-জনতার ওপর গুলি ছাত্রলীগ নেতা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর