Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৬:৩৯ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৭:৩৮

ছুরিকাঘাত। প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদক লেনদেনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নুরুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাই ও বন্ধু। পুলিশ একজনকে আটক করেছে।

বুধবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন।

নিহত নুরুল ইসলাম উখিয়ার ২/ই রোহিঙ্গা ক্যাম্পের ই-২ ব্লকের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ক্যাম্প সংলগ্ন আমগাছতলা এলাকায় মাদক লেনদেনের জেরে রোহিঙ্গা মুদি দোকানি সালেহ নুরুল ইসলামকে ডেকে নেন। সেখানে সালেহর সঙ্গে থাকা রোহিঙ্গা নুরুল আজিম (৩০), সৈয়দুল আমিন ওরফে কালা সোনা মিয়া (৪০), মো. সাদেক (২০) ও মো. কায়সার (১৯) ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করতে গেলে তার বড় ভাই রিদুয়ান (২৭) ও বন্ধু ফারুক (২২) হামলাকারীদের দ্বারা আক্রান্ত হন। আহত তিনজনকে দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বুধবার (২৩ এপ্রিল) ভোরে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলাম মারা যান। রিদুয়ান ও ফারুককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরিফ হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের মধ্যে সৈয়দুল আমিন ওরফে কালা সোনা মিয়াকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এইচআই

ছুরিকাঘাত টপ নিউজ যুবক নিহত রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর