সিইসি’র সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের বৈঠক বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৭:০৫ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৭:৩৮
২৩ এপ্রিল ২০২৫ ১৭:০৫ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৭:৩৮
ঢাকা: ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইলী’র সঙ্গে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বৈঠকে বসবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সিইসির একান্ত সচিব আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অস্ট্রেলিয়ান হাই কমিশনের পক্ষ থেকে সাক্ষাতের সময় চাওয়া হয়েছিল। সিইসি বৃহস্পতিবার সকাল ১১ টায় সাক্ষাতের সময় দিয়েছেন।
বৈঠকে, নির্বাচন ইস্যুতে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
সারাবাংলা/এনএল/আরএস