Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড্যাবকে শক্তিশালী ও জনকল্যাণকর করতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৬:৪৩ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৭:৩৮

বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফকরুল।

ঢাকা: সারাদেশে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (ড্যাব) শক্তিশালী ও জনকল্যাণকর করতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীল বরেন, ‘‘গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংগঠনিক শক্তি বাড়াতে হবে। এ জন্য সারাদেশে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে ড্যাবকে শক্তিশালী ও জনকল্যাণকর করতে হবে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দল ও সংগঠনের জন্য কাজ করতে হবে। সাধারণ মানুষের সমর্থন ও সহযোগিতা ছাড়া সংগঠন এগোয় না। সেদিকটা লক্ষ্য রেখে জনকল্যাণমূলক কাজ বাড়াতে হবে। সবার মধ্যে এই ধারণা ছড়িয়ে দিতে হবে যে, ড্যাব নির্দিষ্ট কোনো দলের না, এটা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে।’

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া, অধ্যাপক ডা. মাহামুদুল হক সরকার, অধ্যাপক ডা. সরিফুল ইসলাম মন্ডল, ডা. তোজাম্মেল হক বকুল, ডা. জিয়াঊল হক, ডা. আবু মো: আহসান ফিরোজ, ডা. আশরাফুল ইসলাম, ডা. মিজানুর রহমান শামীমসহ আরও অনেকে।

সভার শুরুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।

সারাবাংলা/এজেড/এমপি

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর