কুয়েট শিক্ষার্থীদের সমর্থনে গোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ
২৩ এপ্রিল ২০২৫ ১৬:৫৪
গোপালগঞ্জ: কুয়েট শিক্ষার্থীদের এক দফা দাবির সমর্থনে ও ভিসির পদত্যাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান দেয় মানববন্ধনকারীরা।
এ সময় তারা বলেন, ‘আওয়ামী লীগের মত নব্য ফ্যাসিস্টের রূপ নিয়ে কুয়েট ভিসি ৩২ জন শিক্ষার্থীকে বহিস্কার করেছে। ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে অথচ বর্তমান সরকার ও শিক্ষা উপদেষ্টা চোখে কালো কাপড় বেঁধে রয়েছেন। এই ভিসির অপসারণ না হওয়া পযর্ন্ত কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আন্দোলন চালিয়ে যাবে গোবিপ্রবির শিক্ষার্থীরা।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন ফার্মেসী শিক্ষার্থী ওবায়দুল ইসলাম, ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী তোহা, বিএমবি বিভাগের শিক্ষার্থী মঈনউদ্দীন খান সিফাত প্রমুখ।
সারাবাংলা/এসডব্লিউ
কুয়েটের ভিসি অপসারণের দাবি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শিক্ষার্থীদের বিক্ষোভ