Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় ভরিতে সোনার দাম কমলো ৫৩৪২ টাকা

সারাবাংলা ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫ ১৬:৫৪ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৭:৩৮

মূল্যবান ধাতু সোনা। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রায় একবছর ধরে নিয়মিত সোনার দর সংশোধন হচ্ছে। তবে সম্প্রতি বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের পালটা শুল্কারোপ ও বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে এই দর সংশোধনের মাত্রাও বেড়েছে। সেইসঙ্গে বছর ব্যবধানে সোনার দাম প্রায় দ্বিগুণ হয়েছে। সর্বশেষ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এক দর সংশোধনে ভরিতে সোনার দাম কমেছে ৫ হাজার ৩৪২ টাকা। ফলে এখন থেকে ভালো মানের এক ভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা।

বিজ্ঞাপন

বুধবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দর সংশোধনের এ ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২৪ এপ্রিল থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা।

তবে এদিন রুপার দাম বাড়ানো বা কমানোর ঘোষণা দেয়নি বাজুস। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৪৬ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ২ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ২ হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৭৫০ টাকাই রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ২৩ এপ্রিল সোনার দর সংশোধন করে সংস্থাটি। ওই সময়ও মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল। এমনকি ওইদিন রুপার দামও বাড়ে।

সারাবাংলা/পিটিএম

কমলো টপ নিউজ সোনার দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর