Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলের শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন মোশারফ হোসেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৭:১২

ওসির হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

টাঙ্গাইল: টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ লাইনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মার্চ মাসে জেলার সেরা ওসির সম্মাননা দেওয়া হয়।

টাঙ্গাইল পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মো. আবিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেলসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভায় টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তার হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

জানা যায়, মির্জাপুর উপজেলায় মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার রহস্য উদঘাটন, অপরাধ দমন, সাধারণ মানুষের কাছে পুলিশের সেবা পৌঁছে দেওয়া, অপরাধীদের গ্রেফতার, মামলা নেওয়া, রেকর্ড পরিমাণ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, বিচারে সহায়তাসহ গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মোশারফ। এ ছাড়া মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, এ পুরস্কার আরও ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে।

সারাবাংলা/এইচআই

টাঙ্গাইলের শ্রেষ্ঠ ওসি মির্জাপুর থানা মির্জাপুর থানার উপপরিদর্শক শ্রেষ্ঠ ওসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর