কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
২৩ এপ্রিল ২০২৫ ১৭:১৭ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৭:৪৪
কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাব্বি (২৫) নামের এক হেলপার নিহত হয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের তালতলায় এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রাব্বির মৃত্যু হয়।
নিহত রাব্বি মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা য়ায়, কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর পৌরসভার তালতলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের হেলপার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় দুপুরে মারা যান তিনি।
এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আব্দুল আজিজ সারাবাংলাকে বলেন, ‘একটি ট্রাক হেলপার চালাচ্ছিলেন। এ সময় ড্রাইভার তার পাশে বসে ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সংঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে হেলপার ও ড্রাইভার গুরুতর আহত হন। অন্য ট্রাকের ড্রাইভার ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়েছেন। বর্তমানে ট্রাক দুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত হেলপারের মৃত্যু হয়েছে।’
সারাবাংলা/এসডব্লিউ