কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার
২৩ এপ্রিল ২০২৫ ১৭:২০ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৭:৪১
খুলনা: খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সিন্ডিকেটের ১০২তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেটের ১০১তম (জরুরি) সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী গত ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে সংঘটিত অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকায় ৩৭ জন শিক্ষার্থীকে দেওয়া সাময়িক বহিষ্কার প্রত্যাহার করা হলো।
গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হন। পরদিন প্রশাসনিক ভবনসহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ওই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
২৫ ফেব্রুয়ারি সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়। এর মধ্যে ১০ এপ্রিল কুয়েটের ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে মামলা করেন নগরের মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া এলাকার হোচেন আলী নামের এক ব্যক্তি। মামলার পরপরই ১৪ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সারাবাংলা/এইচআই
কুয়েট খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) বহিষ্কারাদেশ বহিষ্কারাদেশ প্রত্যাহার শিক্ষার্থীর বহিষ্কারাদেশ