Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফল, সবজি ও মসলায় ভুটানে বাণিজ্য বাড়ার সম্ভাবনা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৭:৩৫ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৮:৫৭

————– বুধবার রাজধানীর মতিঝিলস্থ ফেডারেশন ভবনে এফবিসিসিআই ও ভুটানের ব্যবসায়ী প্রতিনিধিদলের মধ্যে সভা অনুষ্ঠিত হয়

ঢাকা: ফল, সবজি, মসলাসহ বেশকিছু কৃষিপণ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা দেখছেন বাংলাদেশ ও ভুটানের ব্যবসায়ীরা। এক্ষেত্রে উভয় দেশের মধ্যে অংশীদারিত্ব এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর মতিঝিল কার্যালয়ে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও ভুটানের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের মধ্যে সভা অনুষ্ঠিত হয়। এ সময়, বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের অনাবিষ্কৃত খাতসমূহ নিয়ে আলোচনা করেন উভয় দেশের ব্যবসায়ী নেতারা।

সভায় ভুটানের ব্যবসায়ী প্রতিনিধি দলে নেতৃত্ব দেন রেজিওনাল এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কো-অপারেটিভ অফিস -এর রেজিওনাল ডিরেক্টর মি. দাওয়া ডাকপা। এ সময় এফবিসিসিআই’র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল এনডিসি এবং ঢাকায় অবস্থিত ভুটান দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর (বাণিজ্য) মি. দাওয়া শেরিং উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভায় পারস্পরিক বাজার সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশ এবং ভুটানের মধ্যে আমদানি-রফতানি প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানান দু’দেশের ব্যবসায়ীরা।

পাশাপাশি, সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন এবং বন্দর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হয়।

এফবিসিসিআই’র সাবেক পরিচালক হাজী মো. এনায়েতউল্লাহ, ফেরদৌসী বেগম, বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ.এম. আমিরুল ইসলাম ভূইয়াঁ, এফবিসিসিআই’র সাধারণ পরিষদের সদস্য মো. জাকির হোসেন, শেখ আল মামুন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/আরএস

এফবিসিসিআই ও ভুটানের ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক