Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারভেজ হত্যা
বৈছাআ নেতা হৃদয় ৭ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৭:৩৮ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৮:৫৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হৃদয় মিয়াজী। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. হৃদয় মিয়াজীকে সাতদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ এ আদেশ দেন। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

আদালত সূত্র জানায়, দুপুরে হৃদয়কে আদালতে আনে পুলিশ। পরে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। তবে রিমান্ড বাতিল চেয়ে জামিন চান আসামিপক্ষের আইনজীবীরা। শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন বিচারক।

হৃদয় মিয়াজীর বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার দুর্লব্দী গ্রামে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানার কমিটির যুগ্ম সদস্যসচিব।

এর আগে, ২১ এপ্রিল একই আদালতে এ মামলায় আরও তিন আসামির সাতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তারা হলেন- আল কামাল শেখ, আলভী হোসান জুনায়েদ ও আল আমিন সানি। গত ২০ এপ্রিল রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ তিনজনই মামলার সন্দেহভাজন আসামি।

উল্লেভ্য, ১৯ এপ্রিল বিকেলে ক্যাম্পাসের সামনে বন্ধুদের নিয়ে শিঙ্গাড়া খাচ্ছিলেন পারভেজ। এ সময় একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তিন/চারজন শিক্ষার্থীর সঙ্গে আসেন ইউনিভার্সিটি অব স্কলার্স’র দুই ছাত্রী। ছাত্রীদের দেখে পারভেজরা হাসাহাসি করছিলেন বলে অভিযোগ তোলেন ইংরেজি বিভাগের ওই শিক্ষার্থীরা।

এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি জানতে পেরে মীমাংসা করে দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তবে ঘটনার কয়েক ঘণ্টা পরই ওই শিক্ষার্থীদের ছুরিকাঘাতে পারভেজ নিহত হন। এ ঘটনায় রোববার বনানী থানায় আটজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন নিহতের মামাতো ভাই হুমায়ুন কবির।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/পিটিএম

টপ নিউজ বৈছাআ নেতা রিমান্ড হৃদয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর