কর আইনজীবী নিবন্ধনের লিখিত পরীক্ষা ২৬ এপ্রিল
২৩ এপ্রিল ২০২৫ ১৭:৫৭ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৭:৫৯
ঢাকা: কর আইনজীবী নিবন্ধন-২০২৪ এর লিখিত পরীক্ষা শনিবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হবে। বুধবার (২৩ এপ্রিল) কর আইনজীবী নিবন্ধন কমিটির সদস্য সচিব ও বিসিএস কর একাডেমির উপপরিচালক (প্রশাসন) মাসুম বিল্লাহর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক গঠিত কর আইনজীবী নিবন্ধন সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ এপ্রিল শনিবার সকাল ১০ ঘটিকা হতে দুপুর ১ টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার সময় ও পরীক্ষার কেন্দ্র অবহিতপূর্বক লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউললোডের লিংকসহ ইতোমধ্যে আবেদনকারীগণের মুঠোফোন নম্বরে এসএমএস করে পাঠানো হয়েছে।’
এতে আরও বলা হয়, ‘কোন আবেদনকারী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে কোন রকম অসুবিধা বা টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হলে https://www.facebook.com/alljobsbdTeletalk লিংক-এ প্রবেশ করে মেসেজে যোগাযোগ করতে পারবে। অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া বিসিএস (কর) একাডেমি-এর উপ-পরিচালক (প্রশাসন) জনাব মো. মাসুম বিল্লাহ এর মুঠোফোন নম্বরঃ ০১৮১৬-০৫৪৮৭৩-এ যোগাযোগ করা যাবে।’
প্রসঙ্গত, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৭ এবং আয়কর বিধিমালা ১৯৮৪ এর বিধি ৩৭ অনুযায়ী কর আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী আবেদনের যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হয়।
সারাবাংলা/ইএইচটি/এমপি