কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
২৩ এপ্রিল ২০২৫ ১৭:৫০ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৮:৫৭
ঢাকা: কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৩ এপ্রিল) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এই সমবেদনা জানানো হয়।
বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান আবারও নিশ্চিত করতে চাই।
এদিকে, ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় নিরপরাধ মানুষের মর্মান্তিক মৃত্যুতে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন-
- কাশ্মীরে জঙ্গি হামলা: মোদিকে ট্রাম্পের ফোন
- কাশ্মীর ইস্যুতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে পাকিস্তান
- কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা, নিহত ২৬
- কাশ্মীরে হামলাকারীদের খুঁজতে ভারতীয় সেনাবাহিনীর অভিযান
বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি এ নিষ্ঠুর সহিংসতার ঘটনায় ভুক্তভোগী সবার প্রতি আন্তরিক সহানুভূতিও প্রকাশ করে বাংলাদেশ।
প্রসঙ্গত, মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কাশ্মীরের পেহেলগামে ওই হামলা হয়। বন্দুকধারীরা জঙ্গল থেকে বের হয়ে পর্যটকদের ওপর গুলি চালাতে থাকেন। হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
সারাবাংলা/জিএস/এইচআই
কাশ্মীরের পেহেলগাম জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার নিন্দা ভারতে সন্ত্রাসী হামলা ভারতে হামলা সন্ত্রাসী হামলা