Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা, আ.লীগের ও অঙ্গসংগঠনের ৩ নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৮:২১ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ২১:০৭

ডিবির অভিযানে গ্রেফতার তিন নেতা

ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩ জন নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন— ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সদস্য সচিব আব্দুল মতিন মাস্টার (৫২), ৭১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোস্তাক ফকির ওরফে বাঘা (৩৮) ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আলাউদ্দীন।

তালেবুর রহমান জানান, রাজধানীতে পৃথক অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টায় মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল মতিন মাস্টারকে, রাত পৌনে ১২টার দিকে চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে হাজী আলাউদ্দীনকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম এবং বুধবার ভোর রাত পৌনে ৩টার দিকে মোস্তাক ফকির ওরফে বাঘাকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক টিম।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নানাভাবে সংগঠিত হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমএইচ/এইচআই

অস্থিতিশীল পরিস্থিতি আওয়ামী লীগ আওয়ামী লীগ নেতা গ্রেফতার গ্রেফতার ঝটিকা মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর