Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রীষ্মের শুরুতেই চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৮:৪৯

গ্রীষ্মের ক্লান্তি নিয়েও নিয়মিত জমিতে সেচ দিতে হচ্ছে কৃষকদের।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় একদিনেই তাপমাত্রা বেড়েছে ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ১১ দিন তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকার পরে আবার বাড়তে শুরু করেছে।

বুধবার (২৩ এপ্রিল) বেলা ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের (মঙ্গলবার) চেয়ে তাপমাত্রা ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেশি রেকর্ড করা হয়েছে।

এদিকে দামুড়হুদা মোক্তারপুর গ্রামের কৃষক নুরুল ইসলাম জানান, শেষ গরমে ধান চিটা থেকে রক্ষা করতে নিয়মিত জমিতে সেচ দিতে হচ্ছে। তাছাড়া প্রচন্ড গরমে মাঠে কাজ করা দুষ্কর হচ্ছে।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, বুধবার মাঝারি তাপমাত্রা প্রবাহ চলছে। আরও ৫ দিন তাপমাত্রা এরকম থাকবে। এদিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো