Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিংড়ায় বিপুল পরিমাণ নকল বই উদ্ধার, প্রেস সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৮:৫১

নকল বোর্ড বই ছাপানোর প্রেসে যৌথবাহিনীর অভিযান

নাটোর: নাটোরের সিংড়ায় সন্দেহভাজন একটি নকল বোর্ড বই ছাপানোর প্রেসে অভিযান এবং প্রেস বন্ধ করে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ নকল বই উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের নলবাতা এলাকায় নকল বোর্ড বই তৈরির কারখানায় এনএসআই এর তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে নলবাতা বাজারে ক্ষণিকালয় নামে একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণে ছাপা বই উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নকল জেনারেল ও মাদরাসা বোর্ডের বইগুলোর সংরক্ষণ প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, কারখানাটি সিলগালা করে এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে প্রেস এর মালিক আব্দুল হালিমকে পাওয়া যায়নি। কারখানার বৈধ কোনো কাগজপত্র কেউ দেখাতে পারেননি। কাগজপত্র দেখাতে না পারলে ছাপাখানার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই

কারখানা সিলগালা নকল বই উদ্ধার যৌথবাহিনীর অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর