Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ উচ্ছেদ অভিযান
দোতলা-তিনতলা ভবন গুড়িয়ে দিল ডিএনসিসি

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৮:৫৪ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ২১:০৭

অবৈধভাবে গড়ে তোলা একটি দোতলা ভবন সম্পূর্ণ ভেঙে দিয়েছে ডিএনসিসি।

ঢাকা: অবৈধ উচ্ছেদ অভিযানে মোহাম্মদপুর হাইক্কার খালে (কাটাসুর) অবৈধভাবে গড়ে তোলা একটি দোতলা ভবন সম্পূর্ণ এবং তিনতলা ভবনের আংশিক গুড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এছাড়াও পাঁচটি টিনের ঘড় ভেঙে দেওয়া হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় অভিযান শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে। অভিযানের সময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বলেন, ধর্মীয় ও রাজনৈতিক প্রতিষ্ঠান এবং একসময় বঙ্গবন্ধুর নামে ক্লাব এগুলো করেই কিন্তু ঢাকা শহরের খাল, জলাধার ও পাবলিক প্লেসগুলো দখল করা হয়েছিল। আমি ঢাকাবাসীকে বলে দিতে চাই যারা এখনো সরকারি খাল-বিল দখল করে নাকে তেল দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, তাদের ঘুমানোর সময় শেষ। যারা সরকারি জমি, খাস জমি দখল করে স্থাপনা বানিয়ে ভোগদখল করছেন, তাদের বলে দিচ্ছি ঘুম থেকে জেগে দখল করা জায়গাটা ছেড়ে দিতে হবে। আমরা আসবো, অবৈধ দখলদারদের কোন নোটিশ দিব না। সরাসরি উচ্ছেদ করা হবে।

ডিএনসিসি প্রশাসক বলেন, অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান আমাদের চলমান প্রক্রিয়া। আমরা উচ্ছেদ অভিযান করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মাঠ দখলমুক্ত করছি, অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করছি এবং ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করেছি। বাড়ি ৩ তলা হোক ১০ তলা হোক আমরা সব ভেঙে দেব একটা একটা করে। আমাদের লোকবল কম তাই ধারাবাহিকভাবে উচ্ছেদ করা হবে। আজকে নিরাপত্তা বাহিনী আর্মি আছে, অন্যান্য ভারী যন্ত্রপাতি রেখেছি। আমরা কোনো ছাড় দিব না।

অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এমপি

অবৈধ উচ্ছেদ অভিযান ঢাকা উত্তর সিটি করপোরেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর