Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে মে দিবসেও খোলা থাকবে হোটেল-রেস্টুরেন্ট

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৮:৫৮

চেম্বার কনফারেন্স হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিলেট: সিলেটে পর্যটকদের সুবিধার্থে আসন্ন মে দিবসে হোটেল ও রেস্টুরেন্ট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বুধবার (২৩ এপ্রিল) চেম্বার কনফারেন্স হলে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মুজিবুর রহমান মিন্টু। তিনি তার বক্তব‍্যে বলেন, ‘সিলেট একটি পর্যটন ও আধ্যাত্মিক নগরী। ছুটির দিনে পর্যটকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হোটেল- রেস্টুরেন্ট খোলা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সভায় অংশ নেন সিলেটের রেস্টুরেন্ট মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেন, মে দিবসে হোটেল-রেস্টুরেন্ট খোলা থাকবে। তবে যেসব শ্রমিক ছুটি নিতে চান, তারা পূর্ণ বেতনসহ ছুটি পাবেন। অন্যদিকে যারা স্বেচ্ছায় কাজ করবেন, তারা একদিনের অতিরিক্ত বোনাস পাবেন।

এছাড়া সভায় সিদ্ধান্ত হয়, শ্রমিক সংগঠনগুলো নিশ্চিত করবে যেন কোথাও কোনো হামলা বা ভাঙচুরের ঘটনা না ঘটে এবং মালিকপক্ষ ছুটির আবেদনকারী শ্রমিকদের যথাযথভাবে ছুটি ও বোনাস নিশ্চিত করবে।

সভায় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহসভাপতি মো. আব্দুস সামাদ, পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, এনায়েত আহমদ, সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক, সিটিএসবির প্রতিনিধি মো. মুত্তাকিন, রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, আইন উপদেষ্টা অ্যাডভোকেট অরূপ শ্যাম বাপ্পি।

এতে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপের সভাপতি খলিলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেক মিয়া, সাধারণ সম্পাদক মো. আনছার, সিলেট রেস্তোরাঁ শ্রমিক দলের সভাপতি বাচ্চু মিয়া, সিলেট মহানগর হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কামরান হোসেন, সাধারণ সম্পাদক হোছাইন আহমদ, সিলেট মহানগর শ্রমিককল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা রেস্তোরাঁ মালিক সমিতি-১৫১৪–এর সভাপতি মো. দিলশাদ মিয়া, সাধারণ সম্পাদক বেলাল আহমদ, তোফায়েল আহমদ চৌধুরী, মো. রাশেদ আহমদ ভূঁইয়া, ইমান আলী, মো. ছাদিকুর রহমান, মো. সফিকুল ইসলাম, সামসুল হক প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

মে দিবস সিলেট পর্যটন হোটেল-রেস্টুরেন্ট খোলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর