Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে বজ্রপাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ২১:০০

বজ্রপাত (প্রতীকী ছবি)

সুনামগঞ্জ: জেলার দিরাইয়ে বজ্রপাতের কবলে পড়ে আবু আইয়ুবুর (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন আহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের সেচনী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আইয়ুবুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে। এ ছাড়াও নিহতের বড় ভাই অলিউর ও গ্রামের কাবিল মিয়ার ছেলে মনিরুল (৩৫) আহত হয়েছে।

নিহতের চাচাতো ভাই সুজন মিয়া জানান, তারা বাড়ির সামনে ধানের খড় সংগ্রহের কাজ করছিল। সে সময় বজ্রপাতের কবলে পড়লে তাদেরকে উদ্ধার করে স্থানীয় বাংলা বাজারে নিয়ে গেলে বাজারের পল্লী চিকিৎসক আইয়ুবুরকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, হাওরে বজ্রপাত থেকে বাঁচার জন্য আশ্রয়কেন্দ্র স্থাপনসহ জনসচেতনতা কার্যক্রম জরুরি হয়ে দাঁড়িয়েছে।

সারাবাংলা/এইচআই

বজ্রপাত বজ্রপাতে নিহত বজ্রপাতে যুবক নিহত