এস আলমের ১৫৯ একর জমি জব্দের আদেশ
২৩ এপ্রিল ২০২৫ ২১:১৩ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ২৩:৫১
ঢাকা: এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ৪০৭ কোটি টাকার ১৫৯ দশমিক ১৫ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম।
দুদকের আবেদনে বলা হয়, সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য টিম গঠন করা হয়েছে। তিনি বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে আত্মসাৎপূর্বক নিজ ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।
এসব জমি ঢাকা ও চট্টগ্রামে অবস্থিত। বর্তমানে সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাতের চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর হলে উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। তাই সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা এসব সম্পদ জব্দের আদেশ দেওয়া প্রয়োজন।
এর আগে, ১৭ এপ্রিল এস আলম গ্রুপের চেয়ারম্যান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ১৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে দুই হাজার ৬১৯ কোটি সাত লাখ ১৬ হাজার টাকা রয়েছে। এছাড়া, গত ৭ অক্টোবর এস আলম, স্ত্রী ফারজানা পারভীনসহ পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
গত ১৬ জানুয়ারি এস আলম ও তার পরিবারের সদস্যদের ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন একই আদালত।
সারাবাংলা/আরএম/পিটিএম