Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা নিয়ে আমরা উদ্বিগ্ন: সি আর আবরার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ২১:৫৪

ফরিদপুরে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার

ফরিদপুর: দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা নিয়ে আমরা উদ্বিগ্ন। শিক্ষা প্রতিষ্ঠানের এই অবস্থা থেকে উত্তরণসহ আগামীতে আর যেন কিছু না ঘটে সেই পরিকল্পনা করে সমাধানের পথে এগুচ্ছি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে শহরের মুজিব সড়কের পৌরসভা ভবন সংলগ্ন ফরিদপুর সাহিত্য পরিষদের ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

কুয়েটের চলমান আন্দোলন নিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, সমাধান হওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে। আশা করছি এটা দ্রুত সমাধান হবে। আগামী কয়েকদিনের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন পেলে সরকার সিদ্ধান্ত নিবে।

তিনি আরও বলেন, আমি আজ গিয়েছিলাম, ছেলেরা অনশন করছে, কয়েকজন অসুস্থও হয়ে পরে। তাদের কাছে একটা আহ্বান ছিল, কিন্তু তারা হয়তো বিগত দিনের অভিজ্ঞতার আলোকে মনে করেছেন আমরা কথা রাখতে পারব না। আমি তাদের নিশ্চিয়তা দিয়ে এসেছি দ্রুত সময়ের মধ্যে এর সমাধান আমরা করব।

আরেক প্রশ্নের জবাবে শিক্ষা উপদষ্টো বলেন, এতবড় একটা আন্দোলনের পরে একটা অস্থিরতার মধ্যে পুরো সমাজ চলেছে, সেখানে হঠাৎ করে রাতারাতি সব ঠিক হয়ে যাবে সেটা ভাবাও ঠিক না।

এর পরে শিক্ষা উপদেষ্টা ফরিদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণে আয়োজিত ‘আগামীর শিক্ষাঃ প্রেক্ষিত বর্তমান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। তার আগে উপদেষ্টা ফরিদপুরের কোমরপুরস্থ ফরিদপুর মুসলিম মিশন পরিদর্শন করেন।

এ সকল অনুষ্ঠানে উপদেষ্টার সঙ্গে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার আব্দুল জলিল, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি আলতাফ হোসেন, প্রাবন্ধিক মফিজ ইমাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আবরার ইতুসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

কুয়েট শিক্ষা উপদেষ্টা সি আর আবরার শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা শিক্ষার্থীদের আন্দোলন সি আর আবরার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর