সংশোধিত এমপিও নীতিমালা ও জনবল কাঠামো’র পরিপত্র জারি
২৩ এপ্রিল ২০২৫ ২২:০৩ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ২২:০৪
ঢাকা: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ সংশোধনী এনে পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (২৩ এপ্রিল) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ছিদ্দিক জুবায়ের সই করা পরিপত্রে এ নীতিমালা সংশোধন করে পরিপত্র জারি করা হয়েছে।
সংশোধিত নীতিমালা অনুযায়ী প্রতিটি একক শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা হবে সাধারণত ৫৫ জন। আগের নীতিমালা অনুযায়ী তা ৪০ ছিল। এ ছাড়া সর্বোচ্চ তিনটি শাখা (মূল শাখা একটি ও অতিরিক্ত দুটি) থাকবে। প্রতিটি শ্রেণিতে অনুমোদিত শাখায় কর্মরত শিক্ষকের বাইরে এমপিও দেওয়া যাবে না।
সংশোধিত নীতিমালা অনুযায়ী একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত কোনো মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক স্তর এমপিওভুক্ত না হয়ে কেবল নিম্নমাধ্যমিক স্তর (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত) এমপিওভুক্ত হলে মাধ্যমিক স্তরে নিয়োগপ্রাপ্ত কোনো বিষয়ের শিক্ষককে ওই প্রতিষ্ঠানের নিম্নমাধ্যমিক স্তরের শূন্য পদে একই বিষয়ে সমন্বয় করা যাবে।
সারাবাংলা/এনএল/এইচআই
এমপিও নীতিমালা ২০২১ পরিপত্র জারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়