Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আ.লীগকে নিষিদ্ধ করতে কোনো আইনের প্রয়োজন নেই’

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ২২:২২

জাতীয় নাগরিক পার্টির মশাল মিছিল। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কোনো আইনের প্রয়োজন নেই। কারণ জুলাই গণঅভ্যুত্থান ও শেখ হাসিনার পতন আইন মেনে হয়নি। সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ ভূমিকায় ফ্যাসিস্ট এ দলটিকে নিষিদ্ধ করা সম্ভব।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৃহত্তর শাহবাগ জোনের উদ্যোগে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণহত্যার বিচার দাবিতে আয়োজিত প্রতিবাদী মশাল মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মিছিলে মতিঝিল, রমনা, পল্টন ও শাহবাগ এলাকার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা মশাল নিয়ে অংশ নেন। মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তব্য দেন— কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন নিজাম, জয়নাল আবেদীন শিশির, কেন্দ্রীয় নেতা অরণ্য দূতি চৌধুরী, দক্ষিণ অঞ্চলের সংগঠক আতাউল্লাহ, ফয়সাল আহমেদ শান্ত, দক্ষিণ অঞ্চলের যুগ্ম সংগঠক জাকির হোসেন, পল্টন থানার প্রতিনিধি শিবলী নোমান ও শাহবাগ থানার প্রতিনিধি ফখরুল ইসলাম।

মাহবুব আলম প্রশ্ন রেখে বলেন, ‘আওয়ামী লীগ এখনো কিভাবে মিছিল করতে পারে? এ নিয়ে অবশ্যই প্রশাসনের দায়বদ্ধতা রয়েছে।’ তিনি বলেন, ‘নির্বাচন আমরাও চাই। তবে তার আগে সংস্কার সম্পন্ন করতে হবে। অন্যথায়, আগের মতো পেশিশক্তির ভোট হবে। জুলাইয়ে ক্ষতিগ্রস্তদের বিচার নিশ্চিত করতে হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।’

বিজ্ঞাপন

আরেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি ঢাকার অলিগলিতে থাকবে। কোনোভাবেই খুনিদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। আগামী নির্বাচনে এনসিপির নেতাকর্মীরা ভোটকেন্দ্র পাহারা দেবেন। জনগণের ভোটে সরকার গঠন করবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান চালাতে হবে। তাহলে বুঝব, পুলিশ প্রশাসন ফ্যাসিবাদের বিপক্ষে।’ তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘কুয়েটের ভিসিকে না সরালে কুয়েট অভিমুখে লংমার্চ করা হবে।’

যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, ‘আওয়ামী লীগ নিয়ে সরকার নতজানু আচরণ করছে। আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। একটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে কুসুম কুসুম বিরোধিতা করছে। তারেক রহমানকে স্পষ্ট করতে হবে— আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চান কি না। এ ব্যাপারে কোনো টালবাহানা চলবে না।’

সারাবাংলা/এফএন/পিটিএম

আইন আওয়ামী লীগ টপ নিউজ নিষিদ্ধ প্রয়োজন নেই