Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গানে গানে উদ্বুদ্ধ ময়মনসিংহের মানুষ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ২২:৪৮

ঢাকা: ‘সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে একজোট হয়েছি আমরা’, ‘চলো স্কুলেতে যাই, লেখাপড়া শিখবো ভাই’, ‘না জানিয়া না বুঝিয়া রে, ও কেহ গুজবে কান দিও না’ -এমন সব গানের কথা ও সুর ময়মনসিংহের মানুষের মন কেড়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দেশব্যাপী নেটওয়ার্কিং সংস্থা গণযোগাযোগ অধিদফতরের আট সদস্যের নিয়মিত শিল্পীদল মঙ্গলবার (২২ এপ্রিল) ও বুধবার (২৩ এপ্রিল) দুইদিন ময়মনসিংহ সফরে করেন। এ সময় জেলা তথ্য অফিসের আয়োজনে শহরের ঐতিহ্যবাহী শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানের বৈশাখী মঞ্চ, শতবর্ষী মুসলিম ইনস্টিটিউট মিলনায়তন, খাগডহর ইউনিয়নের রহমতপুর বাইপাস মোড় ও রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে তাদের গান উপভোগ করে শতশত মানুষ।

বিজ্ঞাপন

স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা পেশা ও বয়সের নারী-পুরুষকে বসে-দাঁড়িয়ে, এমনকি রাস্তার পাশে রিকশায় বসেও শিল্পীদের পরিবেশিত দেশপ্রেম, শিক্ষা, স্বাস্থ্য ও টেকসই উন্নয়নের গুরুত্ব, গুজব ও ডেঙ্গু প্রতিরোধ এবং মরমী সঙ্গীত উপভোগ করতে দেখা যায়।

ময়মনসিংহ তথ্য অফিসের পরিচালক মীর আকরাম বুধবার বিকেলে মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে সমাপনী সঙ্গীতানুষ্ঠানে সকল ময়মনসিংহবাসীর পক্ষ থেকে শিল্পীদের দলনেতা জাকিউল হাই, ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী জয়িতা ঘোষ দোলা, প্রিয়াংকা দাশ, মাইদুল হক ও যন্ত্রশিল্পীদের ধন্যবাদ দেন এবং সঙ্গীতের ডাকে সাড়া দেওয়ার জন্য ময়মনসিংহবাসীদের অভিনন্দন জানান।

সারাবাংলা/জেআর/এইচআই

গণযোগাযোগ অধিদফতর গানে গানে উদ্বুদ্ধ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ময়মনসিংহ তথ্য অফিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর