Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল সীমান্তে ভারতীয় পণ্যসহ চোরাকারবারী আটক

লোকাল করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ২৩:১০

রতীয় পণ্যসহ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্তে ফেনসিডিল মদ ও বিভিন্ন প্রকার ভারতের কসমেটিকস সামগ্রীসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব মালামালের আনুমানিক মূল্য ২৮ লাখ ৫৯ হাজার ৪৯৫ টাকা।

বুধবার ( ২৩ এপ্রিল) বিজিবি’র এর টহলদল বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়।

আটক আসামি শার্শাথানার মহিষাকুড়া গ্রামের আমির আলীর ছেলে ইয়াকুব হোসেন (২৯)।

জানা যায়, অভিযানে ভারতীয় ফেন্সিডিল, বিদেশি মদ, শাড়ি, চকলেট, কাজু বাদাম, বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ এবং কসমেটিকস জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ২৮ লাখ ৫৯ হাজার ৪৯৫ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের জন্য সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

সারাবাংলা/এইচআই

চোরাকারবারী আটক বেনাপোল সীমান্ত ভারতীয় পণ্য ভারতীয় পণ্য জব্দ মাদকদ্রব্য জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর