Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৫ ১৩:৩৭ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৫:১৪

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত সুসান রাইলী।

‎ঢাকা: বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত সুসান রাইলী বলেছেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় অস্ট্রেলিয়া।

‎বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন ভবনে সাক্ষাতের পর তিনি এ কথা জানান।

‎তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানাচ্ছি তিনি আমাদের সাক্ষাতের জন্য সময় দিয়েছেন। আমরা বাংলাদেশের আগামী নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জেনেছি। অস্ট্রেলিয়া বাংলাদেশের আগামী নির্বাচন ফ্রি, ফেয়ার নির্বাচন প্রত্যাশা করে। আমাদের খুব ফলপ্রসু বৈঠক হয়েছে। নির্দিষ্ট ক্ষেত্রে অস্ট্রেলিয়া নির্বাচন কমিশনকে সহয়তা দিতে চায়।

‎পরে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন গনমাধ্যমকে বলেন, আমাদের ক্ষমতার মধ্যে আছে এমন নির্বাচনি সংস্কার ইলেকশনের আগে করে ফেলবো। যেগুলো রাজনৈতিক বিষয় আছে সেগুলো ঐক্যমত কমিশন করবে।

‎এ সময় তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার হাইকমিশনার আমাদের কাছে জানতে চেয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি। আমাদের প্রস্তুতির কথা বিস্তারিত ভাবে জানিয়েছি। সংস্কারের বিষয়ে জানতে চেয়েছেন মেজর কি কি বিষয়ে আমরা সংস্কার করতে যাচ্ছি। উনারা বলেছেন আমাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় ওনারা জানাতে বলছেন। আমি বলেছি ইউএনডিপি আমাদের সহায়তা করছেন আপনারা এটা দেখেন। দেখার পরে যদি আপনারা কোনো এরিয়ায় ইনভলব হতে চান ইনভলব হতে পারেন।

‎সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ভোটার রেজিস্ট্রেশনটাকে মেজর হিসেবে দেখেছি। এটা আমরা অলমোস্ট শেষ পর্যন্ত নিয়ে এসেছি। কেনাকাটার জন্য টেন্ডারের কাজ চলমান রয়েছে। সীমানা নির্ধারণের বিষয়টি আইন সংশোধনের জন্য পাঠানো হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধনের জন্য দুই মাসের সময় বাড়িয়েছি। আচরণবিধি সংশোধন করার চেষ্টা করছি। পর্যবেক্ষকদের নীতিমালা নিয়েও কাজ চলছে।

বিজ্ঞাপন

‎নির্বাচনি সংস্কারের জন্য আপনারা কি ঐক্যমত কমিশনের মতামতের অপেক্ষা করবেন- এমন প্রশ্নের জবাবে সিইসি আরও বলেন, যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে সেগুলো ইলেকশনের আগে করে ফেলবো। যেগুলো রাজনৈতিক বিষয় আছে সেগুলো আমাদের হাতে নেই। সেগুলো ঐক্যমত কমিশন করবে।

সারাবাংলা/এনএল/এনজে

অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত নির্বাচন সিইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর