চীনের শুল্ক ইস্যুতে ট্রাম্পের অগ্রগতির ইঙ্গিতে সোনার দাম হ্রাস ৩%
২৪ এপ্রিল ২০২৫ ১৪:১৩
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানকে বরখাস্ত না করার ঘোষণা এবং চীনের সঙ্গে শুল্ক ইস্যুতে অগ্রগতির ইঙ্গিত দেওয়ায় বিনিয়োগকারীদের ঝুঁকিপূর্ণ সম্পদে আগ্রহ বেড়েছে। বুধবার (২৩ এপ্রিল) সোনার দাম ৩ শতাংশ হ্রাস পেয়েছে, যা সর্বোচ্চ রেকর্ড থেকে উল্লেখযোগ্য পতন।
বুধবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১টা ৪৩ মিনিটে সোনার দাম প্রতি আউন্সে ৩ শতাংশ কমে দাঁড়ায় ৩ হাজার ২৮১ দশমিক ৬ ডলারে, যা আগের দিন ৩ হাজার ৫০০ ডলারে পৌঁছে সর্বোচ্চ রেকর্ড গড়েছিল। অপরদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ৩ দশমিক ৭ শতাংশ কমে ৩ হাজার ২৯৪ দশমিক ১০ ডলারে পৌঁছেছে।
বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প সম্প্রতি জেরোম পাওয়েলকে বরখাস্তের হুমকি থেকে সরে সরে আসার কারণে আর্থিক বাজারে আস্থা ফিরে এসেছে এবং ডলারের মান বৃদ্ধি পেয়েছে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে অতিরিক্ত উচ্চ শুল্ক কমানো না হলে বাণিজ্য আলোচনায় অগ্রগতি সম্ভব নয়।’
২০২৫ সালের শুরু থেকে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষিতে সোনার দাম ২৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এটি কেন্দ্রীয় ব্যাংকের ক্রয়, শুল্ক যুদ্ধের আশঙ্কা এবং বিনিয়োগ চাহিদার কারণে উত্সাহ পেয়েছে।
অন্যদিকে, রূপার দাম ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৪৮ ডলারে, প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৯৬৯ দশমিক ১ ডলার এবং প্যালাডিয়ামের দাম স্থির রয়েছে ৯৩৫ দশমিক ৫৯ ডলারে।
সারাবাংলা/এনজে