সিলেটে ‘ফ্যাকড-ক্যাব’র ১৩তম আন্তর্জাতিক শিক্ষা মেলা শনিবার শুরু
২৫ এপ্রিল ২০২৫ ০০:১১
সিলেট: বিদেশে উচ্চশিক্ষা গ্রহণেচ্ছু বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে ১৩তম আন্তর্জাতিক শিক্ষা মেলার আয়োজন করতে যাচ্ছে সরকার নিবন্ধিত প্রতিষ্ঠান ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব) সিলেট জোন।
শনিবার (২৬ এপ্রিল) ও রোববার (২৭ এপ্রিল) সিলেট নগরীর আমানউল্লাহ কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক শিক্ষা মেলা ২০২৫ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় নগরীর জল্লারপাড়স্থ একটি অভিজাত হোটেলে প্রেস ব্রিফিং করেন ফ্যাকড-ক্যাব সিলেট জোনের আয়োজকেরা।
মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থী, পেশাজীবী এবং দর্শনার্থীদের জন্যে উম্মুক্ত থাকবে। মেলা চলাকালীন সময়ে শিক্ষার্থী ও দর্শনার্থীরা স্পট অ্যাডমিশন, বিদেশে ক্যারিয়ার গড়া, স্কলারশিপ সুবিধাসহ ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন।
এবারের এই আয়োজনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ এশিয়া, ইউরোপ ও আমেরিকার ৩০০টিরও অধিক বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তারা শিক্ষার্থীদের কোর্স সিলেকশন, ভর্তি প্রক্রিয়া, ভিসা প্রোসেসিং, স্কলারশিপ সম্পর্কে তথ্য প্রদান করবেন। মেলায় দেশের প্রথম সারির ৪০টির বেশি টপ অ্যাডুকেশন কনসালটেন্সি ফার্মের এক্সপার্ট উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণে পরামর্শ দিবেন।
অংশগ্রহণকারীদের জন্যে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অন-দ্য-স্পট অ্যাডমিশন এবং ফ্রি অ্যাপ্লিকেশন প্রসেসিং এর সুযোগ।
এক্সপো চলাকালীন সময়ে শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাদের পছন্দসই প্রোগ্রাম, টিউশন ফি এবং ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে পারবেন। বিশেষ কনসালটেশন বুথগুলোতে পার্সোনালাইজড গাইডেন্স পাওয়া যাবে, যা শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষার লক্ষ্য অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে বিশেষ সহায়তা করবে।
ফ্যাকড-ক্যাব সিলেট জোনের সেক্রেটারি ও কনভেনার আবু তৈয়ব দিপুর সঞ্চালনায় আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠ করেন ফ্যাকড-ক্যাব সিলেট জোনের প্রেসিডেন্ট ফেরদৌস আলম।
আয়োজকরা বলেন, এই এক্সপো সিলেটের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে তারা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের শিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা তৈরি করতে পারবেন। তাই এই শিক্ষা মেলার মাধ্যমে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আমরা শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ার সুযোগ নিশ্চিত করতে চাই।
প্রেস ব্রিফিং এ মেলার সাবকমিটির কনভেনরের মধ্যে উপস্থিত ছিলেন ফ্যাকড-ক্যাব সিলেট জোন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট মো. আব্দুল হাফিজ, প্রিমিয়ার ব্যাংকের ম্যানেজার (লালদিঘীরপার ব্রাঞ্চ) মো. হাবিবুর রহমান টিপু, পলাশ চক্রবর্তী, সৈয়দ কামরুজ্জামান, জহিরুল ইসলাম রুবেল, আবদুল্লাহ আল নোমান, আশরাফ পাটওয়ারী (জনি), মনিরুজ্জামান মনি ও মো. জসিম উদ্দিন ও রেজাউল হাই সাফওয়ান।
এই আয়োজনে শিক্ষার্থীদের অনলাইনে ফ্রি রেজিস্ট্রেশন করে তাদের টিকেট নিশ্চিত করতে পারবেন। বিস্তারিত জানা যাবে ০১৬৭৫৯৮৫৪৮৫ এই নম্বরে।
সারাবাংলা/এইচআই